ঘরেই বানিয়ে ফেলুন ওটসের পায়েস

  • ওমেন্স কর্নার
  • মে ১২, ২০২৪

বিভিন্ন আয়োজনে পায়েস থাকেই। এই পায়েস তৈরি করা যায় নানাভাবে। একেক ধরনের পায়েসের একেক নাম, স্বাদও ভিন্ন। ওটস দিয়েও তৈরি করা যায় পায়েস। এটি তৈরির প্রক্রিয়া সহজ এবং খেতেও ভীষণ সুস্বাদু। অতিথি আপ্যায়নে রাখতে পারেন ব্যতিক্রমী এই পদ।

চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
উপকরণ:
  • ওটস
  • দুধ
  • চিনি
  • নলেন গুড়
  • ঘি
  • কাজুবাদাম
  • কিশমিশ
  • আমন্ড
  • এলাচ গুঁড়ো। 
আরো পড়ুন:
লাড্ডু তৈরির রেসিপি
প্রেশার কুকারে রসগোল্লা তৈরির রেসিপি
যেভাবে ঘরে বালুসাই মিষ্টি বানাবেন 
টিপসসহ ঘন ও ক্রিমযুক্ত হট চকলেট বানানোর রেসিপি

স্টেপ ১- প্রথমেই কড়াইয় গরম করতে দিন। এবার তাতে ঘি গরম করে নিন। এবার তাতে ওটস দিয়ে ভেজে নিন।

স্টেপ ২- এবার একটি পাত্রে দুধ গরম করতে দিন। দুধটা ভাল করে ফুটতে দিন। দুধ ফুটে গেলে তাতে ভেজে রাখা ওটসটা দিয়ে দিন। পুরো মিশ্রণটা ভাল ভাবে ফোটান।

স্টেপ ৩- এবার তাতে পরিমাণমতো চিনি যোগ করুন। আরও যোগ করবেন নলেন গুড়। পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হলে উপর থেকে কাজুবাদাম, কিশমিশ ও আমন্ড কুচি ছড়িয়ে দিন।

স্টেপ ৪- তবে গরম-গরম নয় ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে এই পায়েস। স্বাদ বাড়াতে উপর থেকে কয়েক ফোঁটা মধু ছড়িয়েও দিতে পারেন। অথবা বাড়িতে ভ্যানিলা এসেন্স থাকলেও তা ছড়িয়ে দিতে পারেন, খেতে আরও ভাল লাগবে।

পোস্ট ক্রেডিট: ঢাকা পোস্ট 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment