দই দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি 

  • ওমেন্স কর্নার
  • মে ১৬, ২০২৪

দই জমিয়ে আইসক্রিমের মতো সুস্বাদু ডেজার্ট বানিয়ে ফেলতে পারেন। আইটেমটি তৈরি করতে কয়েকটি সহজ উপাদান প্রয়োজন হবে। জেনে নিন রেসিপি। 

একটি ফুড প্রসেসরে প্লেইন দই নিন প্রথমে। এর সঙ্গে মেশান গুঁড়ো চিনি ও কোকো পাউডার। সঙ্গে ১ চা চামচ ভ্যানিলার নির্যাস মেশান। মিশ্রণটি খুব ভালো করে ব্লেন্ড করে নিন। যত মিহি হবে, তত ক্রিমি টেক্সচার আসবে এতে। বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিন। একঘণ্টা পর পর বের করে নাড়তে হবে মিশ্রণটি। এতে টেক্সচার ভালো আসবে। ভালো মতো জমে গেলে পরিবেশন করুন স্কুপে উঠিয়ে। 

আরো পড়ুন:
সহজ রেসিপিতে কোল্ড কফি বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
আনারসের জুস তৈরির রেসিপি
ডাবের ৩টি রেসিপি জেনে নিন 
পোস্ট ক্রেডিট: বাংলা ট্রিবিউন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment