যেভাবে লইট্টা মাছের শুঁটকি রাঁধবেন 

  • ওমেন্স কর্নার
  • জুন ১০, ২০২৪

শুঁটকি ভুনা আর একথালা গরম ভাত- অনেকের কাছেই জিভে জল আনা খাবার। শুঁটকি খেতে পছন্দ করেন না, এমন অনেককে খুঁজে পাওয়া যাবে। আবার শুঁটকি খেতে দারুণ পছন্দ করেন, এমন মানুষের সংখ্যাও কম নয়। শুঁটকিপ্রেমীদের কাছে লইট্টা মাছের শুঁটকি ভুনা খুব পছন্দের একটি খাবার। আজ জেনে নিন লইট্টা মাছের শুঁটকি ভুনা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে:
  • লইট্টা মাছের শুঁটকি- ৬টি
  • পেঁয়াজ- ৫টি
  • রসুন- ৩ কোঁয়া
  • কাঁচা মরিচ- ৪টি
  • হলুদ, মরিচ ও লবণ- পরিমাণমতো
  • শুকনা মরিচ- ৩টি
  • রসুন বাটা- আধা চা চামচ।
আরো রেসিপি:
বরবটি-রুই মাছের ভর্তা তৈরির রেসিপি
মজাদার তেলাপিয়া মাছের ভর্তা রেসিপি 
যেভাবে লাউয়ের খোসা ভর্তা বানাবেন 
যেভাবে মিষ্টি কুমড়া ভর্তা বানাবেন 
তৈরি করবেন যেভাবে:

শুঁটকিগুলো টুকরা করে কেটে খোলায় টেলে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। কড়াইতে তেল গরম হতে দিন। এরপর তাতে দিন পেঁয়াজ, আদা ও রসুন বাটা, হলুদ ও মরিচ গুঁড়া এবং সামান্য লবণ। মসলা কষানো হলে তাতে শুঁটকি ছেড়ে দিয়ে নাড়ুন। নামানোর আগে কাঁচামরিচ ও রসুন টুকরা করে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। শুঁটকির রং লালচে বাদামি হয়ে এলে নামিয়ে নিন।

রেসিপি ক্রেডিট: ঢাকা পোস্ট 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment