চিংড়ির কাবাব তৈরির রেসিপি

  • ওমেন্স কর্নার
  • জুন ১০, ২০২৪

কাবাব খেতে পছন্দ করেন নিশ্চয়ই? ঝটপট কোনো কাবাব তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ির কাবাব। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই তৈরি করতে সময়ও লাগে অনেক কম। তাই বাড়িতে হঠাৎ অতিথি এলেও রাখতে পারেন এই পদ। রাখতে পারেন ঘরোয়া আয়োজনেও। চলুন জেনে নেওয়া যাক চিংড়ির কাবাব তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে:
  • চিংড়ির কিমা- ১ কাপ
  • কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ
  • সেদ্ধ আলু- পরিমাণমতো
  • কর্নফ্লাওয়ার- পরিমাণমতো
  • ডিম- ২টি
  • ব্রেডক্রাম- পরিমাণমতো
  • টমেটো সস- পরিমাণমতো
  • লবণ- স্বাদমতো।
আরো রেসিপি:
ইলিশের কোর্মা তৈরির রেসিপি
টক-মিষ্টি ইলিশ রান্নার রেসিপি
স্বাদ অটুট রাখতে ইলিশ রান্নার আগে মনে রাখুন ৬ টিপস
মুড়িঘন্ট রান্নার সহজ রেসিপি
যেভাবে তৈরি করবেন:

ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম মেখে ডুবো তেলে বাদামি করে ভাজতে হবে। এবার তুলে কিচেন টিস্যুর উপরে রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে। এরপর পছন্দের যেকোনো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি ক্রেডিট: ঢাকা পোস্ট 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment