ঘরে চকলেট বানানোর রেসিপি জেনে নিন 

  • ওমেন্স কর্নার
  • জুলাই ৮, ২০২৪

যেকোনো উপলক্ষেও প্রিয়জনকে চমকে দিতে পারবেন নিজ হাতে তৈরি চকলেট দিয়ে। মাত্র তিনটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় মজাদার চকলেট। 

একটি হাঁড়িতে পানি দিন চুলায়। ফুটে উঠলে মাঝারির চেয়ে একটু কমিয়ে দিন জ্বাল। হাঁড়ির উপরে একটি মোটা কাচের বাটি রাখুন যেটা পর্যাপ্ত তাপ সহ্য করতে পারবে। একে ডাবল বয়লার পদ্ধতি বলে। বাটিতে ৪ টেবিল চামচ মাখন অথবা নারকেলের তেল দিন। নাড়তে থাকুন অনবরত।

আরো পড়ুন:
চকোলেট লগ কেক তৈরির রেসিপি 
চকোলেট লেয়ার কেক তৈরির রেসিপি
ডিম সুন্দরী পিঠা তৈরির রেসিপি
বাসি ভাত দিয়ে যেভাবে তৈরি করবেন তুলতুলে রসমালাই

গলে গেলে ৪ টেবিল চামচ আইসিং সুগার দিন। নেড়ে নিন ভালো করে। ১ টেবিল চামচ কোকো পাউডার দিয়ে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে নামিয়ে চকলেট তৈরির মোল্ডে ঢেলে নিন। চাইলে ব্যবহার করতে পারে শুকনো ফল। কিছুক্ষণের মধ্যেই জমে যাবে চকলেট। জমে গেলে মোল্ড থেকে বের করে নিন। 

পোস্ট ক্রেডিট: বাংলা ট্রিবিউন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment