শিশুদের জন্য ঝটপট স্ন্যাকসের রেসিপি

  • ওমেন্স কর্নার
  • জুলাই ১১, ২০২৪

একই ধরনের নাস্তা প্রতিদিন খেতে চায় না শিশুরা। নিত্যনতুন খাবার তৈরি করার ঝক্কি কমাতে বাবা-মায়েরা চান এমন ধরনের স্ন্যাকসের হদিস যা একই সঙ্গে স্বাস্থ্যকর ও ঝটপট তৈরি করা যায়। জেনে নিন এমন স্ন্যাকসের রেসিপি।

একটি পাউরুটি লম্বালম্বি ৪ টুকরো করে কেটে নিন। ১ টেবিল চামচ বাটার গলিয়ে নিন মাইক্রোওয়েভে। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু। মিশ্রণটি টুকরো করা পাউরুটির দুইদিকে ব্রাশের সাহায্যে লাগিয়ে বেকিং ট্রেতে বিছিয়ে দিন। ওপরে অল্প করে তিল ছিটিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন ১২ থেকে ১৫ মিনিট। হয়ে গেল মজাদার মচমচে স্ন্যাকস!

আরো পড়ুন:
কিমা আলুর চপ তৈরির রেসিপি
মাইক্রোওয়েভ ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন পিৎজা
জেনে নিন আলু পরোটার রেসিপি 
স্পাইসি বিফ চাপ তৈরির রেসিপি
রেসিপি ক্রেডিট: বাংলা ট্রিবিউন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment