ঘরেই খুব সহজে মেক্সিকান সালাদ বানানোর রেসিপি
- ওমেন্স কর্নার
- জুলাই ৩১, ২০২৪
ঘরেই বানিয়ে নিন মেক্সিকান সালাদ। আজ রইলো মেক্সিকান সালাদ বানানোর রেসিপি।
উপকরণ:
ডাবলি বুট (সেদ্ধ) ১ কাপ, গাজর আধা কাপ (গ্রেট করা), বাঁধা কপি কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, শসা কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, এভোকাডো কুচি ১ মুঠো, টমেটো কেচাপ আধা কাপ, সুইট চিলি সস আধা কাপ, মধু ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি:
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।
আরো পড়ুন:
পেঁয়াজ পাকোড়া তৈরির রেসিপি
বাসি ভাত দিয়ে মজার পাকোড়া তৈরির রেসিপি
২ উপকরণে ডিমের কাটলেট বানানোর রেসিপি
শিশুদের জন্য ঝটপট স্ন্যাকসের রেসিপি
রেসিপি ক্রেডিট: প্রথম আলো
ছবি: Vegan Heaven