বাছা মাছের ফ্রাই রেসিপি 

  • সানজিদা মীম
  • আগস্ট ১১, ২০২৪

বাছা মাছ খেতে ভীষণ স্বাদ। চলুন মাছের একটি স্ন্যাক্স চটপট তৈরি করা যাক। 

মেরিনেট এর জন্য উপকরণ
  • মাছ – ২০-২৫ টা
  • মরিচের গুঁড়ো – ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো – আধা চা চামচ
  • লেবুর রস – ২ টেবিল চামচ
  • লবন – পরিমাণ মতো
ব্যাটার এর জন্য উপকরণ
  • বেকিং সোডা –  আধা চা চামচ
  • চালের গুঁড়ো – ৩ টেবিল চামচ
  • ময়দা – আধা কাপ
  • মরিচের গুঁড়ো – ১ চা চামচ
  • পানি – পরিমাণ মতো
  • লবন – পরিমাণ মতো
  • তেল – ভাজার জন্য
আরো পড়ুন:
চিংড়ির চপ তৈরির রেসিপি
অন্থন তৈরির রেসিপি
মচমচে এগ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি 
পাউরুটি দিয়ে কাটলেট রেসিপি 
প্রণালী

– মাছের মাথা ও পেট কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে। মরিচের গুঁড়ো , হলুদ গুঁড়ো ,লেবুর রস , লবন দিয়ে মাছ মেরিনেট করে রাখতে হবে ৩০ মিনিট।

– ব্যাটার এর সব উপকরণ একসাথে মেখে অল্প অল্প পানি দিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করতে হবে।

– প্যান এ বেশি করে তেল গরম করে নিবেন। মাছ একটি একটি করে নিয়ে ব্যাটার এ ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজতে হবে।

– গারলিক, মেয়নিজ সস অথবা টম্যাটো সস দিয়ে পরিবেশন করুন।

সূত্র: সাজগোজ 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment