সাবুদানার পায়েস তৈরির রেসিপি

  • ওমেন্স কর্নার
  • সেপ্টেম্বর ২৬, ২০২৪

মিষ্টি খাবারের নানা পদ থাকে। তার ভেতরে রাখতে পারেন সুস্বাদু সাবুদানার পায়েস। সুস্বাদু এই পায়েস তৈরি করা যায় খুব সহজেই। বাড়িতে সাবুদানা আছে নিশ্চয়ই? চলুন তবে জেনে নেওয়া যাক সাবুদানার পায়েস তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
  • সাবুদানা- ১/৩ কাপ 
  • তরল দুধ- ৩ কাপ
  • গুঁড়া দুধ- ১/২ কাপ
  • চিনি- ১/২ কাপ বা স্বাদমতো
  • হ্যাভি ক্রিম- ১ কাপ
  • লবণ- ১ চিমটি
  • কেওড়া জল- ১/২ চা চামচ
  • বাদাম কুচি- ১/৪ কাপ
  • মোরব্বা- পরিমাণমতো।
আরো পড়ুন:
মচমচে ঝাল কদমের রেসিপি
ঝাল চিতই তৈরির রেসিপি
মচমচে ঝিনুক পিঠা তৈরী করবেন যেভাবে 
তেলের পিঠা তৈরির রেসিপি
যেভাবে তৈরি করবেন

সাবুদানা ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ছেঁকে দেড় কাপ পানিসহ সাবুদানা চুলায় জ্বাল দিন। চুলার আঁচ মাঝারি রেখে সাবুদানা ঘন ঘন নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সাবুদানা সিদ্ধ হয়ে এর আকার দ্বিগুণ হয়ে গেলে পাত্র চুলা থেকে নামিয়ে দিন। আলাদা পাত্রে দুধ জ্বাল দিন। দুধের সাথে গুঁড়া দুধ এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এক চিমটি লবণ দিন। দুধ কমে অর্ধেক হয়ে গেলে এখন এর মধ্যে ক্রিম দিন। আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা ঢেলে ভালো করে নেড়ে দিন। পায়েস ভালো করে ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন। পায়েসে গোলাপজল মিশিয়ে দিন। এরপর পায়েস সারভিং ডিশে ঢেলে উপরে বাদাম, মোরব্বা কুচি দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করুন সাবুদানার পায়েস।

রেসিপি ক্রেডিট: ঢাকা পোস্ট 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment