
মসুর ডালের ভর্তা
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ৬, ২০১৮
উপকরণ :
(১) মসুর ডাল ১ কাপ
(২) পানি ৩ থেকে সাড়ে ৩ কাপ
(৩) রসুন কুঁচি আধা চামচ
(৪) পেঁয়াজ কুচি ১ চা চামচ
(৫) লবণ আধা চা চামচ
(৬) কাঁচামরিচ ফালি ২টি
(৭) তেল ১ চা চামচ
প্রণালী : সব উপকরণ দিয়ে ডাল সিদ্ধ করতে হবে। ঘন থকথকে হলে নামাতে হবে।
তথ্য এবং ছবি : গুগল