রসুন দিয়ে কাঁচা মরিচের ভর্তা
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ২৭, ২০১৮
উপকরণ :
- কাঁচামরিচ ১ /২ কাপ
- রসুন ১/২ কাপ
- লবণ পরিমাণমতো
- ধনে পাতা কুচি ১/২ কাপ
প্রণালী : রসুন ছিলে নিন,কাঁচামরিচের বোটা ছাড়িয়ে রাখুন। এবার তাওয়ায় কাঁচামরিচ ও রসুন ভালো করে টেলে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে বেটে নিন। তৈরি হয়ে গেল ভর্তা।
তথ্য এবং ছবি : গুগল