ঘরোয়া পদ্ধতিতে গলা থেকে মাছের কাঁটা নামানোর উপায় 

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • ডিসেম্বর ৭, ২০১৭

কথায় আছে মাছে ভাতে বাঙালি। মোটামুটি সকল বাঙালি মাছ খেতে পছন্দ করেন। পছন্দের এই খাবারটিই অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন খাওয়ার সময় অসাবধানতাবশত মাছের কাঁটা প্রায় আমাদের গলায় আটকে যায়। সেই অভিজ্ঞতা খুবই কষ্টদায়ক। তাই মাছের কাঁটা গলায় বিঁধলে খুব সহজেই তা নামানোর কিছু  ঘরোয়া উপায় জেনে নিন - 

সাদা ভাত : গলায় আটকানো মাছের কাঁটা সাদা ভাত দিয়ে খুব সহজে নামানো যায়। এক মুঠো সাদা ভাত গিলে একটু পানি খান। এতে  সহজে কাঁটা নেমে যাবে।

কলা : গলায় মাছের কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে একটি কলা খান। এতে খুব দ্রুত কাঁটা নেমে যাবে।

লেবু : হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে খেতে পারেন। এতে মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে।

অলিভ ওয়েল : গলায় মাছের কাটার খোঁচা টের পাওয়ার পরপরই খানিকটা অলিভ অয়েল খেতে পারেন। এতে কাঁটা নরম হয়ে নেমে যাবে।

ভিনিগার : পানির সঙ্গে অল্প পরিমাণ ভিনিগার মিশিয়ে খেলে মাছের কাঁটা খুব সহজে নেমে যায়। এটি লেবুর মতোই কাজ করে।

সফট ড্রিংকস : গলায় আটকানো কাঁটা নামানোর আরেকটি কার্যকরী পদ্ধতি সফট ড্রিংকস খাওয়া। গলায় কাঁটা আটকানোর সঙ্গে সঙ্গে এক  গ্লাস সফট ড্রিংকস খেয়ে নিন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

তথ্য এবং ছবি : গুগল 
 

Leave a Comment