অগ্নিকাণ্ড থেকে বাঁচতে কী করবেন?
- ওমেন্সকর্নার ডেস্ক:
- মার্চ ৫, ২০১৯
চলতি বছরে বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। বিভিন্ন জায়গায় আগুন লেগে বাড়িসহ পুড়ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শুধু আগুনে পুড়েই শেষ নয়। দুর্ঘটনায় মারা যাচ্ছে বহু মানুষ।
চকবাজারে গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৭১ জন। আহত হন ৪১ জন। এখানকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহেদ ম্যানশন ঘিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাসা, অফিস ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই পারে। তবে এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।আর আরেকটি বিষয় হঠাৎ করে আগুন যদি লেগেই যায় সে সময় কিছু কৌশল অবলম্বন করতে হবে।
আগুন থেকে বাঁচতে কী করবেন?
১. বিড়ি-সিগারেট খাওয়া শেষে ভালোভাবে নিভিয়ে ফেলুন।
২. রান্নার পর গ্যাসের চুলা অবশ্যই বন্ধ করতে হবে।
৩. ত্রুটিপূর্ণ বা ছিদ্র থাকা সিলিন্ডার ব্যবহার করবেন না। এছাড়া লিকেজ থাকলে সারিয়ে নিন।
৪. উত্তপ্ত ছাই শুষ্ক যেখানে-সেখানে ফেলবেন না।
৫. গ্যাসের বা মাটির চুলা জ্বালিয়ে কাপড় শুকাবেন না।
৬. কমদামি বৈদ্যুতিক তার ব্যবহার করবেন না।
৭. শিশুরা যেন আগুন নিয়ে খেলা না করে, সে বিষয়ে সাবধান থাকুন।
আগুনের হাত থেকে বাঁচতে আমাদের থাকা চাই পূর্বপ্রস্তুতি।আগুন লাগার পর তৎক্ষণাৎ কী করবে বুঝতে পারে না অনেকে। যদি পূর্বপরিকল্পনা থাকলে সহজেই নিরাপদ আশ্রয়ে গিয়ে জীবন বাঁচানো যায়। তাই আগুন নেভানোর প্রয়োজনীয় যন্ত্রপাতিও ঘরে রাখা উচিত।
অগ্নিকাণ্ডের সময় করণীয়:
১. হঠাৎ আগুন লাগলে কী করবেন, তার পূর্বপ্রস্তুতি থাকতে হবে। এ জন্য ঘরে আগুন লাগার ঝুঁকি আছে কি না,গ্যাস কিংবা দাহ্য বস্তু নিরাপদে রেখেছেন কি?
২. দরজা, জানালা, সিঁড়ির অবস্থান ও দ্রুত বেরিয়ে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আগে থেকেই বের করে রাখতে হবে।
৩. শিশু থেকে প্রবীণ পরিবারের সবাইকে আগুন লাগার বিষয়ে সতর্ক থাকতে হবে।
৪. বৈদ্যুতিক সুইচবোর্ড বা মাল্টিপ্লাগের আশপাশে কাগজপত্র বা বাক্সপ্যাটরা মাল্টিপ্লাগে টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মোবাইল চার্জার ইত্যাদি নিরাপদ জায়গায় রাখুন।প্রতিটি প্লাগের জন্য পৃথক সুইচসংবলিত মাল্টিপ্লাগ ব্যবহার করা উচিত।কাজ শেষ হলে বৈদ্যুতিক প্লাগে লাগিয়ে রাখবেন না।
৫. বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগলে প্রথমেই মূল সুইচ বন্ধ করে দিন।
৬. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সঙ্গে যোগাযোগের জন্য টেলিফোন ও মোবাইল ফোনের নম্বর সংরক্ষণ করুন।
৭. বালতিতে পানি রাখুন ও তা আগুন লাগার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ার আগেই নেভানোর চেষ্টা করতে হবে।
টি/আ