বৃষ্টির আমেজে খুস পোলাও রেসিপি

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ১১, ২০১৯

উপকরণ

 

- বাসমাতি চাল আধা কেজি,

- সেদ্ধ মটরশুঁটি ৫০ গ্রাম,

- তেজপাতা ২/৩ টি,

- ঘি ৪ চা চামচ,

- সাদা তেল ২ টেবিল চামচ,

- কাজুবাদাম ১০ গ্রাম,

- মাঝারি পেয়াজ কুচি ২টি ,

- কিশমিশ ১০ গ্রাম,

- কুকমী পোলাও মিক্স ২ চামচ,

- চিনি ৪ টেবিল চামচ,

- লবণ স্বাদমতো।

প্রণালী

প্রথমে চাল সেদ্ধ করে নিন। এরপর পাত্রে তেল গরম করুন, গরম হয়ে এলে তেজপাতা ও পেঁয়াজ ফিয়ে বাদামী করে ভেজে এতে মটরশুঁটি দিন। এরপর একে একে ঘি, কাজুবাদাম, কিশমিশ, লবণ দিন। চিনি ২ চামচ পানিতে ভালো করে জ্বাল দিন। মিশ্রণটি সেদ্ধ চালের সাথে মিশিয়ে ওপরে কুকমী পোলাও মিক্স ছড়িয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে গরম গরম পরিবেশন করুন। এই বৃষ্টির দিনে পোলাওয়ের চেয়ে ভালো আর কি হতে পারে! তাই এই বৃষ্টির আমেজে প্রিয় মানুষদের চমকে দিন খুস পোলাও তৈরি করে।

কেএস/

Leave a Comment