আইসক্রিম খেলে কি করোনা সংক্রমণ হয়? পড়ুন বিস্তারিত
- ওমেন্সকর্নার ডেস্ক
- মে ৬, ২০২০
আইসক্রিমের সঙ্গে করোনা ভাইরাসের কোনও সম্পর্ক নেই। মাঝ চৈত্রের এই সময়টা ঋতুবদলের মরশুম, এই সময়ে ঠান্ডা-গরমে সর্দিকাশি হওয়া স্বাভাবিক। কিন্তু তা থেকে কোভিড-19 জীবাণু সংক্রমণের কোনও আশঙ্কা নেই।
করোনা সংক্রমণ ঠেকাতে ভিটামিন সি খেতে পারেন। ভিটামিন সি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই ইচ্ছে করলে ভিটামিন সি খেতে পারেন। এতে কোভিড-19 না আটকালেও আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ভিটামিন সি-র অ্যান্টি-অক্সিডান্ট আপনাকে রাখবে সতেজ আর প্রাণোচ্ছল।
আরো পড়ুন : যে চুমু শিশুর মৃত্যু ঘটায়
প্রতি 15 মিনিট অন্তর পানি খেলে শরীর থেকে ভাইরাস ধুয়ে যাবে, এমন একটি দাবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সোশাল মিডিয়ায়। কিন্তু এই দাবির স্বপক্ষেও কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। করোনা ভাইরাস শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, পানি খেয়ে তা সরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে এমনিতে বারবার পানি খাওয়ার অভ্যেস আপনার শরীরের পক্ষে ভালো, তাই বেশি করে পানি খেলে আপনার লাভ বই ক্ষতির আশঙ্কা নেই।