ঘরোয়া উপায়ে দূর করুন ঠোঁটের কালচে দাগ
- ওমেল্স কর্নার ডেস্ক
- জুন ২৭, ২০২০
নিয়মিত লিপস্টিক লাগানো বা নানা কারণেই ঠোঁট কালো হয়ে যায়। যা অনায়াসেই আপনার সৌন্দর্য নষ্ট করার জন্য দায়ী। ঘরোয়া উপায়েই কালচে ঠোঁট গোলাপি করা সম্ভব। তাও একদম স্বল্প খরচে।
দেরি না করে চলুন জেনে নেয়া যাক ঠোঁটের কালচে ভাব দূর করার কার্যকরী উপায়টি-
যা যা লাগবেঃ
- এক চা চামচ মধু
- ৪ চা চামচ চিনি
- সামান্য গোলাপ জল
- সামান্য ভ্যানিলা এসেন্স।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
- সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন একবার ঠোঁটের মরা কোষ তুলতে স্ক্রাবার হিসেবে এই প্যাক ব্যবহার করুন। দেখবেন খুব দ্রুত ঠোঁটের কালচেভাব দূর হয়ে গেছে।
- মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে প্রাকৃতিক ভাবেই। চিনি মরা কোষ সরিয়ে ঠোঁটকে করে নরম ও মোলায়েম। আর এই দুই উপকরণ একসঙ্গে হলে ঠোঁট নিজ থেকেই গোলাপি হয়ে উঠে।