এই গরমে ৫লেয়ারের অসাধারণ শরবত ঘরে বানান সহজে
- ওমেন্স কর্নার ডেস্ক
- অক্টোবর ২০, ২০২০
উপকরণঃ
- আম ২টি,
- দই ১/২ কেজি,
- স্ট্রবেরি ১২টি,
- বাদাম ১ টেবিল চামচ,
- মধু স্বাদ অনুযায়ী,
- রু আফজা ১ টেবিল চামচ।
প্রণালিঃ প্রথমে আম ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর টক দই আর মধু দিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে হবে।
স্ট্রবেরি ও টকদই আর মধু দিয়ে ব্লেন্ড করে ফ্রিজে রাখতে হবে একটু জমে যাওয়া পর্যন্ত। টকদই বাকিটুকুতে মধু আর বাদাম গুঁড়ো করে মিশিয়ে একইভাবে ফ্রিজে রাখতে হবে।
আরো পড়ুনঃ সন্তান জন্মের কতোদিন পর যৌনজীবন ?
এরপর একটি গ্লাস নিতে হবে। গ্লাসে প্রথমে আম দিয়ে এরপর রু-আফজা দিয়ে একটু ফ্রিজে রেখে এরপর টকদই দিন। এরপর স্ট্রবেরি দিয়ে আমের জুস দিয়ে তারপর পরিবেশন করুন ঠান্ডা ঠাণ্ডা ৫লেয়ারের দারুণ বাহারি শরবত।