চিকেন পপকর্ন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ৭, ২০২০

উপকরণঃ

- চিকেন ২০০ গ্রাম

- আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এবং গোলমরিচগুঁড়ো ১ চামচ

- লবণ পরিমাণমতো

- লেবুর রস ১ চামচ

- চিনির গুঁড়ো ১ টেবিলচামচ

- ময়দা ১ টেবিলচামচ

- কর্নফ্লাওয়ার পরিমাণমতো

- দুধ প্রয়োজনমতো

- ডিমের সাদা অংশ ৩টি

- ব্রাউন ব্রেড ক্রাম্প প্রয়োজনমতো

- মাখন অথবা অলিভ অয়েল ১ চামচ

- তেল (ভাজার জন্য)পরিমাণমতো

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় গর্ভবতী নারীর কোনটা করা উচিত, কোনটা নয় !

প্রণালী: চিকেনের টুকরোগুলো আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, গোলমরিচগুঁড়ো, লবণ, লেবুর রস মাখিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। এবার ননস্টিক প্যানে মাখন অথবা অলিভ অয়েলে ম্যারিনেটেড চিকেন হালকা করে ভেজে তুলুন।

ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো চিনি, দুধ ও ডিম দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করুন। মাংসের টুকরোগুলো ঘন ব্যাটারে মাখিয়ে ব্রেড ক্রাম্পে পুর হিসেবে ভরে দিতে হবে। তারপর ডুবো তেলে সোনালি করে ভেজে তুলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment