ঘরেই বানান ত্রিপল লেয়ার ও হোয়াইট চকোলেট মুজ কেক!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ১০, ২০২১

উপকরণঃ

কেকের জন্যঃ

- ময়দা ৩/৪ কাপ

- চিনি ৩/৪ কাপ

- কোকো পাউডার ১/৪ কাপ

- বেকিং পাউডার ১ চা চামচ

- ডিম ১ টা

- বাটার ১/৪ কাপ

- তরল দুধ ১/২ কাপ

আরো পড়ুনঃ আপনার শরীরে খুব চুলকানি হচ্ছে? সমাধান জানুন  

প্রণালীঃ প্রথমে চিনি ও বাটার চামচ বা স্প্যাটুলা দিয়ে ভালো করে মিক্সড করে নিন। তারপর একে একে ডিম,কোকো পাউডার,ময়দা, বেকিং পাউডার ও দুধ দিয়ে কেক ব্যাটার রেডি করুন। স্কোয়ার প্যান এ কেক বেক করুন ১৫-২০ মিনিট যতক্ষন না পর্যন্ত টুথপিক ক্লিন হয়ে আসে। ঠান্ডা হলে গোল কাটার দিয়ে কেটে বাটার পেপার/পার্চমেন্ট পেপার দিয়ে মুড়িয়ে রাখবেন।

চকলেট মুজঃ

- ডার্ক চকোলেট ১৭০ গ্রাম

- তরল দুধ ১/২ কাপ

- হুইপড ক্রিম ২ কাপ

- জেলাটিন ১ চা চামচ

প্রণালীঃ জেলাটিন পাউডারের সাথে ১ টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। দুধ জ্বাল দিন। গরম হলে নামিয়ে নিন। গরম দুধে জেলাটিন ও ডার্ক চকোলেট দিয়ে ভাল মতো মিক্সড করে নিন যাতে চকোলেট ভাল ভাবে গোলে যায়। তারপর স্প্যাটুলা দিয়ে এই চকোলেটের মিশ্রনে হুইপড ক্রিম মেশান এবং কেক এর উপর লেয়ার করে দিয়ে দিন।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় তিনটি নিরাপদ ব্যায়াম

আধা ঘন্টা ফ্রিজ করুন ও একই ভাবে হোয়াইট চকোলেট মুজ তার উপর লেয়ার করে দিয়ে ২/৩ ঘন্টা রেফ্রিজারেট করুন। এবং পছন্দমত সাজিয়ে পরিবশন করুন। বাকি সব উপকরণ ঠিক রেখে ডার্ক চকোলেট এর পরিবর্তে হোয়াইট চকোলেট ইউজ করলেই হয়ে যাবে হোয়াইট চকোলেট মুজ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment