শুঁটকি খাওয়া ভালো না খারাপ? জানুন সতর্কতাসহ

  • কবিতা আক্তার
  • এপ্রিল ১৫, ২০২১

বাংলাদেশে অনেক এলাকায় শুঁটকি মাছ খাওয়ার প্রবণতা আছে। রূপচাঁদা, লইট্টা, ছুরি, ছোট চিংড়ি, গজার পুঁটি, কাচকি, ইত্যাদি মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়। শুঁটকি মাছ কি খাওয়া খারাপ, নাকি এতে কোনো উপকারিতা আছে? শুঁটকি মাছে তাজা মাছের তুলনায় আমিষ, প্রোটিন ও খনিজ লবণের পরিমাণ অনেক বেশি।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় ঘন ঘন জ্বর!

ক্যালসিয়াম ও লৌহের পরিমাণও অনেক। ছোট চিংড়ির শুঁটকিতে লৌহের পরিমাণ বেশি। রক্ত স্বল্পতা ও গর্ভবতী নারীরা এটি খেলে উপকার পাবেন। যারা দুধ খেতে পারেন না তারা প্রোটিনের বিকল্প উৎস হিসেবে মাঝে মাঝে শুঁটকি খেতে পারেন।

সতকর্তাঃ

১. শুঁটকি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সময় প্রচুর লবণ দেয়া হয়। তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগীর জন্য ক্ষতিকর হতে পারে।

২. বাত ও কিডনি রোগীদের বেশি শুঁটকি খাওয়া উচিত নয়।

৩. যাদের কিডনিতে ক্যালসিয়াম পাথর হওয়ার ঝুঁকি আছে, তারাও শুঁটকি এড়িয়ে চলবেন।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় অল্পতেই হাঁপিয়ে ওঠা

৪. ইদানিং শুঁটকি সংরক্ষণে ক্ষতিকর কীটনাশক ডিডিটি জাতীয় উপাদান দেওয়া হয়। তাই রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে বারবার পরিষ্কার পানিতে ধুয়ে নিবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment