কাঁচা আমের জুস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ১, ২০২১

কাঁচা আমের জুস অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং খুব কম সময়ে এই জুসটি তৈরি করা যায়। চলুন তাহলে কী কী লাগছে জুস বানাতে ঝটপট জেনে নেই।

উপকরণঃ

- কাঁচা আম ২ টি,

- চিনি ২ টেবিল চামচ,

- বিট লবণ ১ চা চামচ,

- কাঁচামরিচ ১ টি,

- বরফ কুচি কয়েকটি,

- ধনিয়া/পুদিনা পাতা সামান্য।

আরো পড়ুনঃ মেয়েদের তলপেটে ব্যথার কারণ এবং প্রতিকার

প্রণালীঃ আম ছিলে নিয়ে টুকরো করে সব উপকরণগুলো ব্লেন্ডারে পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করে ছাকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment