কয়েক প্রকার দই লাচ্ছি তৈরি করুন মাত্র ৫মিনিটে
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ১, ২০২১
গরমে তৃষ্ণা মেটাতে লাচ্ছির জুড়ি নেই। কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। আর তাই আজ কয়েক প্রকারের লাচ্ছি তৈরি করে দেখাবো। আসুন দেখে নেই...
১. মিষ্টি লাচ্ছি
উপকরণঃ
- মিষ্টি দই ১ কাপ,
- বরফ কুচি ১ কাপ,
- চিনি স্বাদমতো,
- গুঁড়া দুধ ১/২ কাপ,
- পানি সামান্য।
প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ একসাথে নিয়ে পানিসহ ১ মিনিটের মতো ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গ্লাসে ঢেলে।
আরো পড়ুনঃ মসুর ডালে ফর্সা হবার প্যাক
২. কলার লাচ্ছি
উপকরণঃ
- মিষ্টি দই ১ কাপ,
- বরফ কুচি ১ কাপ,
- কলা ২টি,
- চিনি স্বাদমতো,
- গুঁড়া দুধ ১/২ কাপ,
- পানি সামান্য।
প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ একসাথে নিয়ে পানিসহ ১ মিনিট ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গ্লাসে ঢেলে।
আরো পড়ুনঃ সন্তান জন্মের কতোদিন পর যৌনজীবন ?
৩. টক মিষ্টি লাচ্ছি
উপকরণঃ
- টক দই ১ কাপ,
- মিষ্টি দই ১ কাপ,
- বরফ কুচি ১ কাপ,
- চিনি স্বাদমতো,
- গুঁড়া দুধ ১/২ কাপ,
- পানি সামান্য।
প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ একসাথে নিয়ে পানিসহ ১ মিনিটের মতো ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গ্লাসে ঢেলে।
আরো পড়ুনঃ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কি ধরণের সমস্যা হতে পারে !
৪. ম্যাংগো লাচ্ছি
উপকরণঃ
- মিষ্টি দই ১ কাপ,
- ম্যাংগো স্লাইস ১ কাপ,
- বরফ কুচি ১ কাপ,
- চিনি স্বাদমতো,
- গুঁড়া দুধ ১/২ কাপ,
- পানি সামান্য।
প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ একসাথে নিয়ে দুই গ্লাসের মতো পানি নিয়ে কয়েকবার ভালোমতো ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় ডায়াবেটিসে কতদিন পরপর চেকআপ করবেন?
৫. লেবুর লাচ্ছি
উপকরণঃ
- মিষ্টি দই ১ কাপ,
- লেবুর রস ১ কাপ,
- বরফ কুচি ১ কাপ,
- চিনি স্বাদমতো,
- গুঁড়া দুধ ১/২ কাপ,
- পানি সামান্য।
প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ একসাথে নিয়ে দুই গ্লাসের মতো পানি নিয়ে কয়েকবার ভালোমতো ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
আরো পড়ুনঃ স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ কেমন হওয়া উচিত ?
৬. বাদামের লাচ্ছি
উপকরণঃ
- মিষ্টি দই ১ কাপ,
- বরফ কুচি ১ কাপ,
- চিনি স্বাদমতো,
- গুঁড়া দুধ ১/২ কাপ,
- পানি সামান্য,
- বাদাম কুচি (কয়েক প্রকার) সামান্য।
প্রণালীঃ ব্লেন্ডারে সব উপকরণ একসাথে নিয়ে দুই গ্লাসের মতো পানি নিয়ে কয়েকবার ভালোমতো ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন গ্লাসে ঢেলে।
আরো পড়ুনঃ পিরিয়ডের সময় তলপেটে ব্যথার কারণ এবং প্রতিকার !