কপার-টি ব্যবহার করলে পরবর্তী সময়ে জরায়ু ক্যান্সার হতে পারে?
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ১০, ২০২১
প্রশ্নঃ ইমার্জেন্সি পিল বারবার খাওয়া কি ক্ষতিকর? কপার-টি পরলে কি পরবর্তী সময়ে জরায়ু ক্যান্সার হয়?
আরো পড়ুনঃ আপনার বাসার দেয়ালের সাজ কেমন হবে ?
উত্তরঃ এক মাসিক চক্রে দু-তিনবারের বেশি ইমার্জেন্সি পিল খাওয়া ঠিক নয়। বরং জন্মনিয়ন্ত্রণ বড়ি, কপার-টি অথবা কনডম ব্যবহার করা বেশি ভালো।
না। কপার-টি একটি নিরাপদ পদ্ধতি, জরায়ু ক্যান্সারের সাথে এর কোনো সম্পর্ক নেই।