ঠান্ডা জ্বরে ঔষধের কাজ করবে যষ্টিমধুর শরবত
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ১৫, ২০২১
উপকরণ:
- বেলের গুঁড়া ১ চা চামচ,
- জামের বিচির গুড়া ১/২ চা চামচ,
- যষ্টিমধুর গুড়া ১/২ চা চামচ,
- মিক্সড ফ্লাওয়ার মধু ১.৫ টেবিল চামচ,
- লেবু একটি ছোট টুকরো
আরো পড়ুনঃ প্রস্রাব সম্পর্কে নানা ধরনের ভুল মনোভাব
- পানি
প্রস্তুত প্রণালী: যষ্টিমধুর শরবত তৈরি করতে এক গ্লাস ঠাণ্ডা পানিতে সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে ব্লেন্ড করুন।
ব্যস তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর যষ্টিমধুর শরবত। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন।