তেল চিটচিটে ময়লা পরিষ্কার করুন কমলার খোসা দিয়ে
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ১৭, ২০২১
কমলালেবুর খোসায় লিমোনিন নামক তেল থাকে। চটচটে ময়লা মুছতে এটি দারুন কাজ দেয়।
যেভাবে কমলার খোসা দিয়ে পরিষ্কার করবেন: একটি পাত্রে কমলার খোসা রেখে পানি ঢালতে হবে। একটি লেবুর খোসার জন্য ১ কাপ পানি দিতে হবে। এবার খোসাসহ পানি ফুটাতে হবে পানি ফুটে গেলে আঁচ কমিয়ে ১৫ মিনিট ওই অবস্থায় রাখুন। পানি ঠান্ডা হয়ে গেলে একটি স্প্রে বোতলে ঢেলে নিন।
আরো পড়ুনঃ কোন ব্যথায় কোন সেক দিবেন ?
ওই কমলালেবুর খোসার সিদ্ধ পানি কাচ বা টেবিলে স্প্রে করে নরম কাপড় দিয়ে সেগুলো মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এ কিভাবে পরিষ্কার করতে পারবেন আপেলের খোসা দিয়েও। কমলালেবুর মতো আপেলের খোসা সেদ্ধ করে তরল করে ব্যবহার করুন। ওই তরল দিয়ে খুব ময়লা পরিষ্কার হয়ে যাবে।