গাজরের গুণাবলি
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ১২, ২০২১
গাজর দেখতে যেমন সুন্দর, তেমনি গাজরে আছে নানা ধরনের পুষ্টিগুণ। আমাদের দেহের সুস্থতা গাজর অনেক বেশি কার্যকরী। বেশ সহজলভ্য এই পুষ্টিকর সবজি টি। জেনে নিই গাজরের উল্লেখযোগ্য কিছু উপকারিতা-
১. শীতে ত্বক শুষ্ক হয়ে যায় দ্রুত। গাজর খেলে ত্বকে পটাশিয়ামের অভাব দূর হবে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
২. চুল পড়া রোধে গাজরে থাকা ভিটামিন ও মিনারেল কার্যকর। গাজর চুল পড়া কমায় চুলকে শক্ত ও মজবুত করে।
আরো পড়ুনঃ ব্রণের সমস্যা দূর করবে ড্রাগন ফল
৩. গাজরের থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয়। ভিটামিন ই দৃষ্টিশক্তি প্রখর করে।
৪. এন্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে এই সবজি। তাই শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়।
৫. এই সবজির আলফা ক্যারোটিন সহ আরো কিছু উপাদান হৃদরোগও হৃদপিন্ডের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে।
৬. গাজরের উপকারিতা ধানগুলো ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে অংশ নেয়। এ ছাড়া শ্বাসনালীর প্রদাহ ভালো করে।
৭. গাজর দাঁতের সুরক্ষা দেয়। দাঁত পরিষ্কারক হিসেবে যেমন কাজ করে, তেমনি দাঁতের গোড়ায় ক্যালকুলাস জমতেও বাধা দেয়।
৮. গর্ভবতী মা ও শিশুর জন্য গাজর খুব ভালো সবজী। গাজরের রসের শিশুর জন্ডিস হওয়ার ঝুঁকি কমে।
৯. গর্ভবতী মা ও শিশুর জন্য গাজর খুব ভালো সবজি। গাজরের রসে শিশুর জন্ডিস রোগের ঝুঁকি কমে।
১০. যারা দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন, এবার গাজরে সমাধান খুঁজতে পারেন। এটি কোষ্ঠকাঠিন্য দূর করারও ভালো ওষুধ।
১১. এটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। শরীরের যেকোনো সংক্রমণ এর বিরুদ্ধে ও লড়ে।
১২. এটি কৃমিনাশক হিসেবে পরিচিত। নিয়মিত গাজর খেলে কৃমি হওয়ার শঙ্কা কমবে।
১৩. গাজরে ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ রয়েছে। এই উপাদানটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
আরো পড়ুনঃ ত্বকের যত্নে শসা ব্যবহার করবেন কেন?
১৪. গাজর খেলে পেট ভরবে নাকি আবার বেশিক্যালরির যোগ হবে না শরীরে। ওজন কমাতে বেশি গাজর খেলে পারেন।