কোকোনাট কাস্টার্ড ঘরেই বানান মাত্র ৪ উপকরণে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৬, ২০২১

কাস্টার্ড খেতে পছন্দ করেন অনেকেই। আজ আমরা জানাবো কিভাবে অল্প উপকরণে বাসায় সহজে মজাদার কোকোনাট কাস্টার্ড তৈরি করবেন। এতে উপকরণ লাগে কম, তৈরি হয় দ্রুত। আসুন আমরা জেনে নেই, বাসায় সহজে কোকোনাট কাস্টার্ড তৈরির পদ্ধতি...

উপকরণ:

- একটি তোয়ালে,

- চারটি ডিম,

- এক কাপ নারকেলের দুধ,

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ত্বকে নিয়ে আসুন এক্সট্রা গ্লো

- ৪ টেবিল-চামচ চিনি,

- সাজানোর জন্য কিসমিস।

প্রস্তুত প্রণালী: প্রথমে সসপ্যানে তোয়ালে ও পানি দিন। এবার বাটিতে ফেটানো ডিম দিন। এতে নারকেলের দুধ ও চিনি ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর সসপ্যানে রেখে ১৫ থেকে ২০ মিনিট স্টিম করে পরিবেশন পাত্রে রেখে কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কোকোনাট কাস্টার্ড।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment