ফুলকপির বিরিয়ানি রেসিপি
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ৪, ২০২১
বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। চলুন জেনে নেওয়া যাক মজাদার ফুলকপির বিরিয়ানি রেসিপি-
উপকরণ:
- ফুলকপি বড় টুকরো ১ কেজি,
- পোলাওয়ের চাল আধা কেজি,
- পেঁয়াজ কুচি ১ কাপ,
- আদা বাটা ১ চা চামচ,
আরো পড়ুনঃ শীতকালে ত্বকের উজ্জলতায় ফ্রুটস ফেসপ্যাক
- রসুন বাটা ১ চা চামচ,
- জিরা বাটা ১ চা চামচ,
- হলুদ গুঁড়া ১ চা চামচ,
- মরিচ গুঁড়া আধা চা-চামচ,
- এলাচ ২ টি,
- দারুচিনি ২ টুকরা,
- কেওড়া পানি আধা চা-চামচ,
- কাঁচা মরিচ ২-৩ টি,
- লবণ স্বাদমতো,
- তেল ৪-৫ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী: প্যানে তেল দিয়ে গরম করে তাতে গরম মসলা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপি দিয়ে নাড়ুন।
অল্প পানি দিয়ে কষান, আধা সেদ্ধ হয়ে এলে একটি বাটিতে তুলে রাখুন। এবার মসলার সঙ্গে চাল দিয়ে নেড়ে পানি দিয়ে দিন।
আরো পড়ুনঃ কোমল ও মসৃণ পা পেতে সহজ ঘরোয়া টিপস
পানি যখন ফুটে উঠবে ফুলকপি আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। আজ কমিয়ে একটি তাওয়ার ওপর প্যান বসিয়ে রান্না করুন।
বিরিয়ানি হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা ও কেওড়া পানি দিয়ে ১০ মিনিট দমে রেখে তারপর পরিবেশন করুন।