চকলেট ব্যানানা মিল্কশেক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১৯, ২০২১

মিল্কশেক ছোট থেকে বড় সবারই পছন্দের। ঘরে থাকা উপকরণে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি।

উপকরণঃ

- ১ গ্লাস দুধ,

- ১ টি পাকা কলা,

- ৩ টেবিল কোকো পাউডার,

- মধু প্রয়োজনমতো (চাইলে চিনিও ব্যবহার করতে পারেন),

- ১ চা চামচ ভ্যানিলা এসেন্স,

- কয়েকটুকরো বরফ।

আরো পড়ুনঃ মেছতার দাগ দূর হবে এক ফেসপ্যাকে

পদ্ধতিঃ কলা স্লাইস করে কেটে নিন এবং দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে ফেলুন। ব্লেন্ডারে দুধ ও কলা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন, যাতে কলা একবারেউ মিশে যায় দুধের সঙ্গে। এর সাথে দিন ভ্যানিলা এসেন্স যাতে দুধের গন্ধ দূর হয়ে যায়।

এরপর কোকো পাউডার ও চিনি/মধু দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিন। সবার শেষে বরফের টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন। এতে বরফ কুচি হয়ে মিশে যাবে শেকের সাথে।

আরো পড়ুনঃ যার সাথে প্রেম করছেন সে আপনাকে বিয়ে করবে তো ?

এবার গ্লাসে ঢেলে উপরে চকলেট কুচি বা কোকো পাউডার ছিটিয়ে পরিবেশন করুন।

ছবিঃ সংগৃহীত

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment