মেয়েদের তলপেটে ব্যথার কারণ এবং প্রতিকার
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৬, ২০১৭
বেশির ভাগ মেয়েরই তলপেটে এবং কোমরে ব্যথা হয়ে থাকে। এটি একটি মানসিক অনুভূতি। যদি প্রচন্ড এবং অস্বাভাবিক ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
অ্যাপেন্ডিসাইটিস ও ওভারিয়ান সিস্ট ডিমের ভেতর পানি জমে যাওয়া, হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, মাসিকের রাস্তা বন্ধ হয়ে রক্ত জমে যাওয়া, ডিম্বনালি অথবা ডিম্বথলির ভেতরে গর্ভ হওয়া, সিস্ট ফেটে বা পেঁচিয়ে যাওয়া, জরায়ুর ভেতর টিউমার হওয়া এবং যোনি হারপিক ভাইরাসে আক্রান্ত হলে তলপেটে মারাত্মক ব্যথা হতে পারে।
পেটে মাত্রাতিরিক্ত ব্যথা হলেই চিকিৎসকের কাছ থেকে দ্রুত পরামর্শ নিতে হবে, কারণ এমন ব্যথা অনেক সময় জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়। মেয়েদের মানসিক ও শারীরিক পরিবর্তন ১২ থেকে ২০ বছরের মধ্যে বেশি হয়ে থাকে, তাই তাদের প্রজনন স্বাস্থ্যশিক্ষার প্রতি সচেতন হওয়া বেশি প্রয়োজন।
তথ্য এবং ছবি : গুগল