ঘরেই তৈরি করুন তিলের খাজা
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ১৭, ২০২২
তিলের খাজা বেশ মজার একটি খাবার। ছোট-বড় সবারই পছন্দের খাবার এটি। এই খাবারটি বেশিরভাগ সময়েই রাস্তার পাশে খোলা দোকান থেকে কিনে খাওয়া হয়। তবে সেগুলো স্বাস্থ্যকর কিনা সে বিষয়ে সন্দেহ থেকে যায়। তাই চাইলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন মচমচে তিলের খাজা। চলুন জেনে নেওয়া যাক তিলের খাজা তৈরির রেসিপি-
উপকরণ:
- তিল এক কাপ,
আরো পড়ুনঃ শাড়ির সঙ্গে শীত পোশাকে স্টাইল করবেন যেভাবে
- চিনি ১/৩ কাপ,
- মধু চার টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী: প্রথমে দুটি বেকিং পেপার বিছিয়ে নিন। একপাশে তেল লাগিয়ে নিন। চাইলেই স্টিলের প্লেট তেল লাগিয়ে ও ব্যবহার করতে পারেন। শুকনা প্যানে তিল ভাজুন তিন থেকে চার মিনিট। রং বদলে গেলে বাটিতে ঢেলে নিন। এবার একই প্যানে চিনি ও মধু দিয়ে চুলার জ্বাল একদম কমিয়ে দিন।
চিনি না গলা পর্যন্ত কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে গেলে চুলার জ্বাল আরেকটু বাড়িয়ে নিন। নাড়ার প্রয়োজন নেই। খয়রি রঙের গেলে ভেজে রাখা তিল দিয়ে দিন।
আরো পড়ুনঃ আপনার শিশুর প্রতিদিনের ক্যালরির চাহিদা পূরণ করবে যে ৬ খাবার
মিডিয়াম আছে ভালো করে নেড়ে বেকিং পেপার বা প্লেটে ঢালুন। তেল মেখে রাখা বেকিং পেপার উপরে বিছিয়ে রুটি বেলার বেলুন দিয়ে বেলে নিন সমান করে। খানিকটা গরম থাকতে থাকতেই ছুরি দিয়ে কেটে নিন পছন্দমত আকৃতিতে। মুখ বন্ধ বয়ামে সংরক্ষণ করে খেতে পারবেন মজাদার তিলের খাজা।