অস্ট্রেলিয়া ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার!
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ৩১, ২০১৮
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তেও বেরিয়ে এসেছে, কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের মূল পরিকল্পনাকারী ওয়ার্নার। তিনিই তরুণ ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে নির্দেশনা দেন শিরিষ কাগজ দিয়ে কীভাবে বলের একটা পাশ রুক্ষ করতে হয়। কলঙ্কিত এই ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর দুজকেই এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার (৩১ মার্চ) নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেন তিনি। এসময় বল টেম্পারিংয়ের ঘটনা স্বীকার করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন বাঁহাতি ওপেনার।
বলেছেন, ‘আমি দেশকে ছোট করেছি। এটি সবচেয়ে খারাপ কাজ। এই কাজের সব দায়ভার আমার। সবচেয়ে একটা ছোট আশা ছিল যে আমি হয়তো আবারো দেশের হয়ে খেলব। কিন্তু আমি পদত্যাগ করেছি এ কারণে যে আমি আর কখনোই খেলব না! আসন্ন সপ্তাহ ও মাসগুলোতে আমি চিন্তা করবো কিভাবে এটা বাস্তবায়ন করা যায় এবং আমি মানুষ হিসেবে কেমন সেটাও দেখব। অনেক বড় পরিবর্তনের জন্য আমি বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিব।’ দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া কাণ্ড নিয়ে অবশেষে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রী এবং মেয়েদের কাছে ক্ষমা চাচ্ছি।’ এসময় স্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, শপথ করছি এমন কাজ দ্বিতীয়বার আর হবে না। ’
সূত্র : গোনিউজ২৪