জয়ের দেখা পেলেন না সাব্বির-মিঠুনরা
- কামরুন নাহার স্মৃতি
- জুলাই ২১, ২০১৯
বাংলাদেশ ‘এ’ দল যেনো পেরেই উঠছে না আফগানিস্তান ‘এ’ দলের সাথে। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল আফগানিস্তানের সাথে অনানুষ্ঠানিক টেস্ট সিরিজের পর হেরেছে ওয়ানডে সিরিজেও। যাতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানরা ১০ উইকেটের বর ব্যব্ধানে জয় পেয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচটি এতোটাও সহজ নয়। ম্যাচের লম্বা এক সময় জয়ের পথে ছিল বাংলাদেশই।
টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল। প্রথম পাঁচজন টপঅর্ডারই পান রানের দেখা। সর্বোচ্চ ৮৫ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ইমরুল কায়েস ৪০, এনামুল বিজয় ২৬, মোহাম্মদ নাইম ৪৯ ও সাব্বির রহমান করেন ৩৫ রান। পরের ব্যাটসম্যানরা খুব একটা ভালো না করায় ২৭৮ রানে থেমে যায় দলের ইনিংস। সিরিজের আশা বাঁচিয়ে রাখতে পরের ম্যাচে জয় প্র্যোজন বাংলাদেশের।
কেএস/