বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ৫, ২০২২

আসামীদেরই কি কেবল ঠাঁই হয় কয়েদখানায়? কারো কারো কাছে প্রিয় ঘর থেকে পুরো পৃথিবীই কি হয়ে ওঠে না আস্ত এক কারাগার!

সমাজ- সংসার নামক এই কারাগারে আটকে পড়া মানুষের দৈনন্দিন জীবনযাপনের যন্ত্রণাক্লিষ্ট টানাপােড়েন আর সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুষঙ্গের সমন্বয়ে নির্মিত হয়েছে অনবদ্য এক কবিতাগ্রন্থ ‘বিচিত্র কয়েদখানা’। বইটি লিখেছেন বাংলাদেশ জেল-এর ডিআইজি (প্রিজন্স) ও কবি মো. জাহাঙ্গীর কবির।

আরো পড়ুন : এবারের বই মেলায় পাওয়া যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদারের দুইটি বই

‘বিচিত্র কয়েদখানা’ আমাদের এই সমাজের কথাই বলে, বলে সময়ের কথা। সমাজে বসবাসরত মানুষের সময়ের যন্ত্রণার কথা কখনাে সংকেতে, কখনাে সরাসরি বিভিন্ন কবিতায় তুলে এনেছেন কবি। তুলে ধরেছেন নিজের জীবনের নানা সময়ের সুখ-দুঃখ, স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা।

মো. জাহাঙ্গীর কবির বর্তমানে ময়মনসিংহ বিভাগের জেলের দায়িত্বে আছেন। তার জন্ম ১৯৭৬ সালে ঝিনাইদহ জেলা সদরের বাজার গোপালপুর গ্রামে। ‘বিচিত্র কয়েদখানা’ তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। 

অমর একুশে বইমেলা উপলক্ষে পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত কাব্যগ্রন্থটি বইমেলায় পাঞ্জেরীর প্যাভিলিয়ন (প্যাভিলিয়ন নং-২৭) ছাড়াও মেলার ছাড়েই পাওয়া যাচ্ছে পিবিএস-এ।
 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment