এক নজরে তামিল নায়িকা সামান্থা
- রেজবুল ইসলাম
- জানুয়ারি ২, ২০১৮
সম্প্রতি একটি বাক্যতেই নতুন করে সামনে এসেছে সামান্তা। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই তামিল নায়িকার জন্ম ২৮-৪-১৯৮৭ সালে। তার পুরোনাম সামান্তা রুথ প্রভু। জন্মস্থান চেন্নাই, ভারত। ছবি প্রতি পারিশ্রমিক নেন প্রায় এক কোটি টাকা।
বাবার নাম প্রভু এবং মা নিনেটে প্রভু। সামান্থা চৈতন্যের সাথে বাগদান সম্পন্ন করেন ২৯ জানুয়ারি,২০১৭। অক্টোবর ৭এবং ৮ তারিখে তারা যথাক্রমে হিন্দু এবং খ্রিষ্টান ধর্মমতে বিয়ে করেন। চৈতন্য - সামান্থা কে একত্রে অনেক ভালো মানায় এবং এ জুটির বিশাল ফ্যানবেজ রয়েছে। চৈতন্য এবং সামান্থা কে একত্রে তিনটি ছবিতে দেখা গিয়েছে এবং তিনটি ছবি ই বক্স অফিসে ব্লকবাস্টার ঘোষিত হয়েছে।
২০১২ সালে টাইমস অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, ‘গভীর প্রেমে তিনি বিশ্বাসী।’ ২০০৫ সালে সামান্থা ব্রেক আপের ঘোষণা দেন। এরপর সহশিল্পী সিদ্ধার্থের সঙ্গে প্রায় সাড়ে দুই বছর ডেট করেন। তখন অনেকেই তাকে চলচ্চিত্রে অমনোযোগী বলেছেন।
ঠিক তখনই রুপালি পর্দার তার চেনা পাশের বাড়ির ইমেজ ভেঙে বেরিয়ে আলোড়ন তোলেন এ অভিনেত্রী। তামিল অ্যাকশন সিনেমা ‘অনজান’-এ বিকিনি পরে সবাইকে তাক লাগিয়ে দেন। যদিও সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছে বিশেষ কোনো সাফল্য তুলে ধরতে না পারলেও সামান্থা কিন্তু সকলের মনোযোগ টেনে নিয়েছিলেন। এই চেনা ইমেজ ভেঙে বেরিয়ে আসার জন্য বিন্দুমাত্র অস্বস্তি নেই সামান্থার।
উল্লেখ্য, সামান্থার শুরুটা মডেলিং দিয়ে। বয়স তখন মাত্র ১৪। পড়াশোনায় বরাবরই দুর্দান্ত ছিলেন সামান্থা। মসলার মডেলসহ অনেক পিভিসির মডেল হয়েছেন তিনি। ২০০৭ সালে রাহুল রবীন্দ্রনের বিপরীতে ‘মসকোইন কাবেরী’ ছবিতে অভিষেক হয়েছিল সামান্থার। যদিও সেখানে কণ্ঠ দিতে পারেননি তিনি।
দক্ষিণের দু’টি বিখ্যাত ছবি, মণিরত্নমের ‘কাদাল’ এবং শঙ্করের ‘আই’ ছবিতে নায়িকার ভূমিকায় সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু অসুস্থতার জন্য কাজ করতে পারেননি। সামান্থার প্রিয় অভিনেত্রী আরেক দক্ষিণী নায়িকা তৃষা মেনন। যে মালায়লি ছবিতে তার অভিষেক, সেটির তামিল ভার্সনের নায়িকা ছিলেন তৃষা।
‘আশি নব্বই পুরে শ’ নামে একটি হিন্দি ছবিতে সুযোগ পেয়েছিলেন সামান্থা। কিন্তু কোনো এক অজানা কারণে ছবিটির কাজ আটকে যায়। পরে আর মুম্বাইমুখী হননি তিনি। এ যাবত ১২টি পুরস্কার জিতেছেন সামান্থা। এর মধ্যে ৩টি ফিল্মফেয়ার রয়েছে। ২০১৩ সালে তামিল এবং তেলুগু দুই ভাষাতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
সামান্থার একটি ডাকনাম রয়েছে। যশোদা। পরিবারে এই নামেই তাকে ডাকা হয়।সামান্থা একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। এটি মহিলা এবং শিশুদের চিকিৎসার ব্যবস্থা করে। সামান্থা আয়ের প্রায় পুরোটাই এই এনজিও-তে দান করেন।