কুড়িগ্রাম জেলা সম্পর্কে জানুন বিস্তারিত
- ইয়াসিন প্রধান সাজিদ
- অক্টোবর ২৩, ২০২০
কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুড়িগ্রাম জেলার আয়তন মোট ২,২৪৫.০৪ বর্গকিমি এবং জেলাটির জনসংখ্যা মোট ২০,৬৯,২৭৩, জেলার জনঘনত্ব ৯২০/বর্গকিমি। কুড়িগ্রাম জেলার সাক্ষরতার হার মোট ৫৬%।
আরো পড়ুনঃ চিকেন ফ্রাইড রাইস উইথ মিক্স ভেজিটেবলস
কুড়িগ্রাম জেলার উত্তরে লালমনিরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলা ও দক্ষিণ শালমারা মানকার চর জেলা এবং পশ্চিমে লালমনিরহাট জেলা ও রংপুর জেলা অবস্থিত। জেলাটিতে উপজেলা ৯টি, পৌরসভার ৩টি, ইউনিয়ন পরিষদ ৭২টি এবং গ্রামের ১৮৬টি। মোট পাকা রাস্তা : ৪১৪.৯২ কিঃমিঃ এবং কাঁচা রাস্তা ৪২৬৭.৫৬ কিঃমিঃ।
কুড়িগ্রাম এলাকার অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এখানকার অর্থকরী ফসলের মধ্যে ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারী, বাঁশ, আখ, ভুট্টা, বাদাম, কাউন উল্লেখযোগ্য। শিল্প প্রতিষ্ঠান রয়েছে ৮৯৩টি, ৪টি বড়, ২৭টি মধ্যম এবং ৮৬২টি কুটির শিল্প। মোট আবাদী জমির পরিমাণ ২৫৯৬০৮.২১ একর।
আরো পড়ুনঃ ঠোঁটের লিপস্টিক দীর্ঘস্থায়ী করার কিছু উপায়
কুড়িগ্রাম জেলাটি ও সারা দেশে জনগণের পরিচিত একটি জেলা। এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো একটি জেলা এই কুড়িগ্রাম।
তথ্যঃ গুগল