নেত্রকোণা জেলা
- ইয়াসিন প্রধান সাজিদ
- অক্টোবর ৩০, ২০২০
নেত্রকোণা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। নেত্রকোণা জেলায় রয়েছে পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির পাহাড়, নদী, খাল, বিল। এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা। জেলাটির আয়তন মোট ২,৮১০.২৮ বর্গকিমি এবং জনসংখ্যা মোট ২২,২৯,৪৬৪, জেলার জনঘনত্ব ৭৯০/বর্গকিমি নেত্রকোণা জেলার সাক্ষরতার হার মোট ৩৪.৯৪%।
আরো পড়ুনঃ ডায়েট এবং ব্যায়াম না করেই স্লিম হবার কিছু উপায় !
ব্রিটিশ শাসনামলে ১৮৮০ খিস্টাব্দে হওয়া নেত্রকোণা মহকুমাকে ১৯৮৪ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি নেত্রকোণা জেলা করা হয়। শিক্ষার হার এর কথা বলতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৪.৯%, তার মধ্যে পুরুষ ৩৭.৯% আর মহিলা ৩১.৯%। নেত্রকোণা জেলায় বিশ্ববিদ্যালয় ১ টি, মেডিকেল কলেজ ১ টি, কলেজ ২৮ টি, মাধ্যমিক বিদ্যালয় ২৩৬ টি, প্রাথমিক বিদ্যালয় ১০৮৩ টি এবং মোট মাদ্রাসা ১৬০টি রয়েছে।
নেত্রকোণা জেলা সারা দেশের অন্যান্য জেলার কাছে সুপরিচিত একটি জেলা। অন্যান্য জেলার মত দেশের সার্বিক উন্নয়নে নেত্রকোণা জেলার ও অনেক অবদান রয়েছে।
আরো পড়ুনঃ প্রসবকালীন সময়ে মায়ের বিপদজনক লক্ষণগুলো কি কি ?
তথ্যঃ গুগল