বিখ্যাত কিছু উক্তি যা হেরে যাওয়ার আগে একবার পড়ুন ( পর্ব - ১ ) 

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • মার্চ ১, ২০২১

চেষ্টা করতে করতে একসময় আমরা হাল ছেড়ে দেই। হাল ছেড়ে দেওয়ার আগে আরেকবার চেষ্টা করা উচিত। সেই শেষ চেষ্টার আগে বিখ্যাত ব্যক্তিদের বলা কিছু উক্তি জেনে নেই চলুন।  

০১. “জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”

– হযরত আলী (রা)

০২. “সত্য কথা বলে শয়তানকে অপমান করো”

– প্রাচীন ইংলিশ প্রবাদ

০৩. “ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”

– ক্লাইভ জেমস

০৪. “সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”

– নেলসন ম্যান্ডেলা

০৫. “সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”

– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)

০৬. “নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”

– নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক)

০৭. “যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”

– ওয়াল্ট ডিজনি

আরো পড়ুন :  পেঁয়াজ কলি স্বাদ অক্ষুন্ন রেখে সংরক্ষণের পদ্ধতি শিখে নিন!

০৮. “মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”

– আর্নেস্ট হেমিংওয়ে

 ০৯. “চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”

– ড. এপিজে আব্দুল কালাম

১০. “একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”

– হেনরি জেমস (বিখ্যাত লেখক)

১১. “যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই”

– প্রাচীন গ্রীক প্রবাদ

১২. “ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”

– প্রাচীন গ্রীক প্রবাদ

১৩. “সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”

– সক্রেটিস (গ্রীক দার্শনিক)

১৪. “কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”

– তুরস্কের বিখ্যাত প্রবাদ

১৫. “সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”

– তুরস্কের বিখ্যাত প্রবাদ

আরো পড়ুন :  কমলার বরফি রেসিপি

১৬. “লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”

– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য

১৭. “অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়”

– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য

১৮. “যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”

– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য

১৯. “পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”

– ড্যানিশ প্রবাদ

২০. “আলস্য হল শয়তানের বালিশ”

– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

আরো পড়ুন :  ফুলকপি ও রুই মাছের ঝোল

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment